
আনিস খান হত্যাকাণ্ড মামলায় এবার সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী | মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি জানান কংগ্রেস নেতা | এদিন টেবিল চাপড়ে ওদেরকে সমর্থন করেন অন্যান্য কংগ্রেস সাংসদরাও | সেই তালিকায় রয়েছেন সোনিয়া গান্ধীও |
সাম্প্রতিক এই প্রথমবার সংসদে বাংলা নিয়ে সরব হতে দেখা গেল কংগ্রেসকে | যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ | তবে অধীরের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদরা | সব মিলিয়ে দিন বাংলার আইনশৃঙ্খলা নিয়ে লোকসভায় তুমুল হট্টগোল তৈরি হয় |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন