
আনিস খান হত্যাকাণ্ডে সিটের ওপরে আস্থা রাখল কলকাতা হাইকোর্ট | দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তের নির্দেশ দেয় আদালত | আগামী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে, এমনটাই জানানো হয়েছে |
বৃহস্পতিবার মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর গঠিত সিটের ওপরে আস্থা রাখল কলকাতা হাইকোর্ট | আদালতে তরফে আনিস খানের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয় | জেলা জজের তত্ত্বাবধানে কবর থেকে তুলতে হবে দেহ এবং করতে হবে ময়নাতদন্ত | আনিসের মোবাইল ফোনটি সিটের তদন্তকারীদের হাতে দিতে রাজি হননি তার পরিবার | তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের স্বার্থে এবার মোবাইল ফোনটি জেলা জজ এর মাধ্যমে হাতে তুলে দিতে হবে | মোবাইলটি হায়দ্রাবাদে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরীতে পাঠানো হবে |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন