December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আনিস খান মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ

আনিস খান মৃত্যু মামলায় খারিজ করা হলো সিবিআই তদন্তের আরজি | এমনকি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করতে হবে স্পেশল ইনভেস্টিগেশন টিম কে | সিটের তদন্তেই আস্থা রাখল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ |

গত 18 মার্চ মৃত্যু হয় আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খানের | বাড়ি থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ | পরিবারের অভিযোগ ছিল পুলিশের কর্মীরা বাড়িতে এসে তার উপর চড়াও হয় এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় | এরপর সিবিআই তদন্তের দাবিতে পিটিশন জমা হয় কলকাতা হাইকোর্টে |

গত 7 জুন আনিস খান হত্যা মামলার শুনানি শেষ হয় | শুনানি শেষে রায়দান স্থগিত রাখে বিচারপতি | এরপর মঙ্গলবার বিচারপতি জানান, এই মুহূর্তে মামলা সিবিআই এর হাতে ট্রান্সফার করার প্রয়োজন নেই | যে কেস ডাইরি সহ নথি জমা পড়েছে তাতে কোনো প্রভাব খাটানোর চেষ্টা হয়নি বলে জানান বিচারপতি |