
রিলিজের দু’দিনে বক্স অফিসে বিজয়ের রথ এগোলেও চতুর্থ দিনে মুখ থুবড়ে করেছে “আদি পুরুষের” ব্যবসা | এবার বক্স অফিস চাঙ্গা করতে আদি পুরুষ টিমের নয়া ট্রেডেজি | প্রথম তিন দিনে ৩০০ কোটি টাকা আয় করলেও চতুর্থ দিনে মাত্র ৩৫ কোটি টাকা আয় হয়েছে ।
তাই এবার বুধবার ঘোষণা করা হয়েছে, বৃহস্পতিও শুক্রবার টিকিটের দামে ছাড় পাবেন দর্শকরা | “আদি পুরুষ” বক্স অফিসে ধাক্কা খাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | পোস্ট করে জানানো হয়েছে, অবিশ্বাস্য দামে এবার থ্রিডি তে “আদি পুরুষ” দেখুন | টিকিট মূল্য শুধুমাত্র ১৫০ টাকা থেকে ।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির