রিলিজের দু’দিনে বক্স অফিসে বিজয়ের রথ এগোলেও চতুর্থ দিনে মুখ থুবড়ে করেছে “আদি পুরুষের” ব্যবসা | এবার বক্স অফিস চাঙ্গা করতে আদি পুরুষ টিমের নয়া ট্রেডেজি | প্রথম তিন দিনে ৩০০ কোটি টাকা আয় করলেও চতুর্থ দিনে মাত্র ৩৫ কোটি টাকা আয় হয়েছে ।
তাই এবার বুধবার ঘোষণা করা হয়েছে, বৃহস্পতিও শুক্রবার টিকিটের দামে ছাড় পাবেন দর্শকরা | “আদি পুরুষ” বক্স অফিসে ধাক্কা খাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | পোস্ট করে জানানো হয়েছে, অবিশ্বাস্য দামে এবার থ্রিডি তে “আদি পুরুষ” দেখুন | টিকিট মূল্য শুধুমাত্র ১৫০ টাকা থেকে ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী