
তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ বারবার দাবি করেছেন কুন্তল ঘোষ এর সঙ্গে কোন আর্থিক লেনদেনই হয়নি তার | অথচ শুক্রবার আদালত চত্বরে ঘনিষ্ঠ মহল মহলে সম্পূর্ণ অন্য দাবি করলেন কুন্তল | আদালত চত্বরে তার দাবি, ব্যক্তিগত স্বার্থে কোন টাকা দেননি । পুজোরসহ চারটে সমাজ মূলক কাজের জন্য 20 হাজার টাকা তিনি দেন |
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ উল্লেখ করেন এক বলিউড অভিনেত্রীর কথা | কালীঘাটে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেওয়া তিরিশ হাজার টাকা ও রয়েছে | আত্মসহায়ক এর মাধ্যমে সেই টাকা দেওয়া হয়েছিল, বলে দাবি কুন্তলের | এছাড়া বলিউডের এক অভিনেত্রীকে একটি পানশালা উদ্বোধনের জন্য অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা তিনি দেন | যদিও সেই অনুষ্ঠান হয়নি এবং টাকাও ফেরত পাননি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়