
মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে এবার আটোসাটো করা হলো নিরাপত্তা ব্যবস্থা । মুখমন্ত্রীর বাড়ির চারপাশে ডিউটিতে থাকা পুলিশকর্মীরা মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না | এমনটাই নির্দেশ নবান্ন ডিউটিরত পুলিশের জন্য |
পাশাপাশি জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চারিদিকে তোলা হবে উঁচু পাঁচিল | বাড়ির পিছনের দিকে ওয়াচ টাওয়ার এবং সামনে বানানো হবে বাংকার | পাশাপাশি বাড়ানো হবে পুলিশের সংখ্যা | সোমবার মুখ্য সচিবের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে একটি বৈঠক করা হয় | বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্তারা |
More Stories
ফের মেট্রো বিভ্রাট
কসবা কলেজে ‘গণধর্ষণে’র ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ