বিহারের সিএএ বিরোধী মিছিল থেকে আটক করা হল সিপিআইয়ের নেতা ও জেএনইউয়ের প্রক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমার। সূত্রের খবর, বৃহস্পতিবার বিহারের বেতিয়া জেলার সিএএ-এর বিরুদ্ধে ভিতিহরওয়ায় ‘সংবিধান বাঁচাও-নাগরিকতা বাঁচাও’মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ওই ছাত্রনেতা। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। এদিন মিছিলে কানহাইয়া বলেন “আগুনে ঘি ঢালার কাজ করছে নাগপরিকত্ব সংশোধনী আইন। দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। গুজরাটে তাঁরা যে বিভাজনের রাজনীতি করেছিলেন, এবার গোটা দেশে তাই করতে চলেছেন।”