২০২২ সালের মার্চ এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োটেক তৈরির খবরের চূড়ান্ত সিলমোহর দিয়েছিলেন সৌরভ নিজেই | তিনি টুইট করে দিলেই জানান, তার উপর একটি বায়োপিকের প্রযোজনা করবে লাভ ফিল্মস | আর এবার জানা যাচ্ছে সেই বায়োপিকের কাজ শুরু হতে চলেছে | যার কারণে 23 শে জানুয়ারি রাতে মুম্বাই উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।
সৌরভের ব্যক্তিগত জীবন 22 গজের যুদ্ধ নিয়ে ও তার ক্যারিয়ারের উত্থান পতন নিয়ে তৈরি হবে | জানা গিয়েছে ২৪ শে জানুয়ারি তিনি পুরোটা দিন চিত্রনাট্য শুনবেন |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী