
আগামী পাঁচ দিনে দুই বঙ্গে এই তাপমাত্রা একই থাকবে। একটি নিম্নচাপ ওড়িশা-সংলগ্ন ঝাড়খন্ড এবং ছত্তীসগঢ়ের উপরে তৈরি হচ্ছে। তাই আজও মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ২৯ তারিখে যখন বৃষ্টির পরিমাণ কমবে তখন তাপমাত্রা সামান্য বাড়বে। কিছুটা অস্বস্তিও তৈরি হবে দক্ষিণবঙ্গে।
নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তরবঙ্গের দিকে সরে গিয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প শোষণ বৃদ্ধি পেয়েছে। বাতাসে তাই আর্দ্রতার বাড়বাড়ন্ত। এর ফলেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বুধবার থেকে আগামী কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী 30 জুন দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন