দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রাজ্যে বর্ষার প্রবেশ। সাধারণত ১২ জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা ছিল। তবে ৭ দিন পর কলকাতায় বর্ষা প্রবেশ করল। উত্তরে দীর্ঘদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ থেকে ২২ জুন পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা অত্যন্ত বেশি কারণ বর্ষা কেবল শুরু হয়েছে। আবহাওয়া দফতরের সবাইকে সাবধানে থাকার নির্দেশ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগের থেকেও কিন্তু বৃষ্টি বেশি হতে পারে এবার। ২১ এবং ২২ তারিখ এই দুদিনও কিন্তু উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে লাল সতর্কতা থাকছে। বৃষ্টি বেশি হওয়ার ফলে উত্তরবঙ্গে নদীতে জল স্তর বৃদ্ধি পাচ্ছে। দার্জিলিং এবং কালিম্পং এ পাহাড়ি জায়গায় ভূমিধসের সম্ভাবনা থাকছে। ২২ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী