উপস্থিত আরো একটি বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু করোনার কারণে তেমন কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কম। গোটা বিশ্বে ৫ জুন দিনটিতে পালন করা হয় পরিবেশ দিবস। এই দিনটি পালন করার উদ্দেশ্য হল, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য রোজই হতে পারে এই পরিবেশ দিবস। কিন্তু প্রকৃতি না বাঁচলে মানবজাতি যে বিপন্ন হবে তার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ানোই ৫ জুনের বিশেষত্ব। প্রতিবছর বিশ্বের কোন না কোন দেশ এই দিনটিকে বিশেষভাবে পালন করে। তার জন্য নির্দিষ্ট হয় একটি স্লোগানও। চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা জীব-বৈচিত্র। আয়োজক দেশ কলম্বিয়া। গোটা বিশ্বের জীব বৈচিত্রের ১০ শতাংশ কলম্বিয়াতে বর্তমান। আয়োজক দেশ কলম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ১০ লক্ষ জীব বৈচিত্র বিলুপ্তির পথে। এই পরিস্থিতিতে এর থেকে ভাল ভাবনা অন্য কিছু হতে পারে না। ১৯৭৪ সালে সর্বপ্রথম রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়েছিল। তারপর থেকে প্রতিবছরই বিশ্বে দিনটি পালন হয়।