আজ ফের মেট্রো বিভ্রাট | দিনের ব্যস্ততম সময় দুপুর দুটো নাগাদ হঠাৎ হঠাৎই থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ হয় বিচ্ছিন্ন হয়ে যায় | দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় | এর ফলে দাঁড়িয়ে পড়ে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো | তার ফলে দমদম দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচলের সম্পূর্ণ বন্ধ হয়ে যায় |
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ নোয়াপাড়া ও বরানগরের মাঝে থার্ড লাইনের সমস্যা দেখা যায় । যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা | এবং থমকে যায় মেট্রো | তবে সেদিন সপ্তাহের মধ্যবর্তী অর্থাৎ বৃহস্পতিবার থাকায় বেশ ভোগান্তিতে পড়েন নিত্য অফিস যাত্রীরা | আজ ফের মেট্রো বিভ্রাটে অস্বাভাবিকভাবে সমস্যায় পড়ে যাত্রীরা |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী