September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আজ ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

কলকাতায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা আর কিছুক্ষণের মধ‍্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় শুরু হবে বৃষ্টি।

বুধ-বৃহষ্পতিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু এবার গতি পাবে উত্তরবঙ্গের বাকি এলাকা ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত, তারপর ভারী বৃষ্টির সম্ভাবনা।

শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।