
সোমবার আরজি কর মামলার পঞ্চম শুনানি ছিল সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বিস্ফোরক অভিযোগ তোলেন। আইনজীবী ফিরোজ এডুলজির দাবি, হাসপাতালে জাল ওষুধের একটি চক্র চলছে। ২০০৩ সালে চন্দন সেন নামে এক চিকিৎসক মারা গিয়েছিলেন বলেও আদালতে জানান এডুলজি।
এদিন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন, ‘দেবাশিস সোমের ভূমিকা কী ছিল সেটা দেখা হয়নি। উনি উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ এবং প্রধানের ঘনিষ্ঠ ছিলেন। চন্দন সেনের কেস ফাইল কি দেখা হয়েছে? তাঁর মৃত্যুর ফাইল কি খতিয়ে দেখা হয়েছে?’ জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজির দাবি, চন্দন সেনও খুন হয়েছিলেন। এই চিকিৎসকও খুন হয়েছেন।
More Stories
Jio AirFiber 5G FWA সেগমেন্টের শীর্ষে কলকাতা
রিলায়েন্স ইন্ডাস্ট্রির নয়া অর্থ বর্ষের হাইলাইটস
আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি