November 6, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আগের থেকে ভালো আছেন ঐন্দ্রিলা

ব্রেন স্টোকে আক্রান্ত হওয়ার পর প্রায় কেটে গিয়েছে এক সপ্তাহ | গত ৭ দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী | তবে আজ তার শারীরিক উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে |

পাশাপাশি, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আগের তুলনায় আজ অনেকটাই ভাল রয়েছে ঐন্দ্রিলা | তার সঙ্গে ছায়া সঙ্গী হয়ে রয়েছেন সব্যসাচী চৌধুরী | আজ শ্বাসকষ্ট অনেকটা স্বাভাবিক হয়েছে | রক্তচাপ মোটামুটি স্বাভাবিক | আগের তুলনায় জ্বর কমেছে | সোমবার ভেন্টিলেশন থেকে বেরিয়েছেন অভিনেত্রী |