
আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বুকের ব্যথা অনুভূত হয় তার | এরপর রাতে ঠিক হয়ে যায় সেই ব্যথা | তবে এই মুহূর্তে চিকিৎসকদের একটাই লক্ষ্য তার রাইলস টিউব খুলে দেওয়া, যাতে তিনি স্বাভাবিকভাবে খেতে পারেন |
পাশাপাশি বুধবার বেশ কিছু পরীক্ষা করা হয় তার | সেই রিপোর্ট নিয়েই বসে মেডিকেল বোর্ড | এখনো তার ওরাল ফিডিং শুরু করা হয়নি । অন্তত আগামী শনিবার পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে তাঁকে । আগে জানা গিয়েছিল তাঁর বাইপ্যাপ সাপোর্ট মাঝেমধ্যে বন্ধ করে দেখা হচ্ছে। বাইপ্যাপ ছাড়াই শ্বাস নিতে পারছেন বুদ্ধবাবু। তবে এবার ভেন্টিলেশন থেকে বেরনোর পর থেকেই সমস্ত ধরনের সার্পোট সরিয়ে নিতে আর্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়