আগামী সপ্তাহেই জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আগামী ৭ মার্চ শ্রীনগরে সভা করবেন মোদি। বিশ্লেষকদের দাবি, লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ই গেরুয়া শিবিরের ‘পাখির চোখ’। সেই সূত্রেই এই সফর।
উপত্যকায় সফরে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসবেন মোদি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীনগরে ‘হাই অ্যালার্ট’ জারি হয়েছে। ভূস্বর্গের এক বিজেপি নেতার বক্তব্য, বিজেপির দাবি ‘নতুন কাশ্মীরে’র সাফল্য, তা প্রমাণ করতে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর মোদির এই সফর। কারণ একদিকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ধিকিধিকি আগুন জ্বলছে স্থানীয়দের মধ্যে। কাশ্মীরের অধিকাংশ দল বিশেষ মর্জাদা ফেরানোর দাবি তুলছে। তখন উন্নয়নের পথে কাশ্মীর জয় করতে চাইছে বিজেপি। পাখির চোখ আসন্ন লোকসভা ভোটে নিরুঙ্কুশ জয়। একই কারণ বিবিধ প্রকল্পের ঘোষণা করবেন মোদি।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি