
বেশ কিছু বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করছে জাতীয় শিক্ষানীতি | তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে | এর আগের রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, জাতীয় শিক্ষা নীতিকে ‘তুঘলকি’ আখ্যা দিয়েছিলেন |
জানা গিয়েছেন, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতার মতো একাধিক স্বশাসিত বিশ্ববিদ্যালয় চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি | যার ফলে এবার থেকে ওই বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক স্তরের পড়াশোনা হবে চার বছরের । আবার চার বছরের স্নাতক কোর্সের পর কেউ চাইলে সরাসরি পিএইচডি করতে পারবেন | এই সুবিধা রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় মিলবে | তবে শিক্ষা দপ্তরের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি |
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা