আগামী পাঁচ দিনে দুই বঙ্গে এই তাপমাত্রা একই থাকবে। একটি নিম্নচাপ ওড়িশা-সংলগ্ন ঝাড়খন্ড এবং ছত্তীসগঢ়ের উপরে তৈরি হচ্ছে। তাই আজও মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ২৯ তারিখে যখন বৃষ্টির পরিমাণ কমবে তখন তাপমাত্রা সামান্য বাড়বে। কিছুটা অস্বস্তিও তৈরি হবে দক্ষিণবঙ্গে।
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রাজ্যে বর্ষার প্রবেশ। উত্তরে দীর্ঘদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 26 থেকে 30 জুন পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা অত্যন্ত বেশি কারণ বর্ষা কেবল শুরু হয়েছে। আর এই লাগাতার বৃষ্টির ফলে নামবে রাজ্যের তাপমাত্রার পারদ। স্বস্তি পাবেন রাজ্যবাসী।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি