করোনা ভাইরাসের জেরে লকডাউন থাকায় দীর্ঘ দিন বন্ধ ছিল রেল চলাচল। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী ১২ মে থেকে রেল চালানোর সীধান্ত নিয়েছেন, রেল কর্তৃপক্ষ। রেল স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদিত ট্রেন চলাচলের প্রটোকল, সিডিউল, বুকিং প্রটোকল, এন্ট্রি ও মুভমেন্ট ঠিক করবে রেল। যাদের কনফার্ম টিকিট থাকবে তারাই একমাত্র স্টেশনে ঢুকতে পারবে। পাশাপাশি যাদের কনফার্ম টিকিট থাকবে সেই সমস্ত যাত্রীদের গাড়ি স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে। সব যাত্রী রেলওয়ে স্টেশনে ঢোকার আগে শারীরিক পরীক্ষা হবে। সাথে স্টেশনের ঢোকা, কামড়ায় স্টেশন থেকে বেরোনোর সময় স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক। আগামী কাল থেকে শুরু হচ্ছে অনন্ত রাজ্য রেল পরিষেবা।