আগামী কয়েক দিন বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল | মেরামতের জন্য এবার বন্ধ হতে চলেছে এই উড়ালপুল | আজ রাত 12 টা থেকে সংস্কারের জন্য তারাতলা উড়ালপুলে বন্ধ থাকবে | গাড়ি ঘুরপথে পৌঁছাবে গন্তব্যে | তবে এই রাস্তায় যানজট হয় | এবার উড়ালপুল বন্ধ থাকায় সেই যানজট আরো বাড়বে বলে মনে করছেন নিত্যযাত্রীরা |
এই রাস্তা বন্ধ থাকবে সোমবার সকাল ছটা পর্যন্ত | উত্তরমুখী গাড়িগুলো ডায়মন্ড হারবার রোড তারাতলা ক্রসিং ঘুরে গন্তব্যে পৌঁছাবে | মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কারের কাজ শুরু হয়েছে করেছে পূর্ত দপ্তর |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী