![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/03/Mamata-banerjee-tw7-620x400-1.jpg)
রামপুরহাট গণ হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল জাগদীপ ধনকার | এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখলেন | রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন রাজ্যপাল | আগামীকাল বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আজ একথা জানান তিনি |
জানা গিয়েছে রামপুরহাট গণ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আর 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে | সব মিলিয়ে ধৃতের সংখ্যা হয়েছে মোট কুড়ি জন | বুধবার তোলা হবে আদালতে |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী