সামনেই লোকসভা নির্বাচন | নির্বাচনের আগে বাজেট অধিবেশন পেশ করবেন নির্মলা সীতারামন | তাতে মনে করা হচ্ছে ভারতীয় রেলের জন্যে একগুচ্ছ বড় ঘোষণা মোদী সরকার | বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস সফল হওয়ার জন্যে রেলের জন্যে বড় ঘোষণা নির্মলা সীতারমন করতে পারেন।
আগামীকাল ১ লা ফেব্রুয়ারি এই বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। নির্বাচনের দিকে তাকিয়ে একাধিক জনমুখী ঘোষণা মোদী সরকার করতে পারে বলে অনুমান। পাশাপাশি, অন্তর্বর্তী এই বাজেটে 2024-25 সালে ভারতীয় রেলের জন্য পর্যাপ্ত পুঁজির দিশাও এই বাজেটে থাকবে বলে মনে করা হচ্ছে।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি