আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা | গত বছরের তুলনায় এ বছর কমেছে বেশ কিছু পরীক্ষার সংখ্যা | এই নিয়ে রাজ্যে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট |
তবে এদিন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু । তিনি প্রশ্ন করেছেন, এ বছর মাধ্যমিকের পরীক্ষার কমে গিয়েছে এটা কেন? এ বিষয়ে রাজ্যকে ভাবতে হবে | শিক্ষক নিয়োগ করলে সেই শিক্ষকেরা কাদের পড়াবেন তা চিন্তা করা প্রয়োজন | পড়ুয়া না থাকলে শিক্ষক থেকে লাভ কি? রাজ্যের সতর্ক হওয়া উচিত | সিলেবাস আগে ঠিক করা উচিত | না হলে পরীক্ষার সমস্যা হতে পারে | এমনই বিষয় তুলে ধরেছেন তিনি |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী