
বাড়ছে প্রতিদিন তাপমাত্রার পারদ | আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে রাজ্য থেকে | ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই তাপমাত্রা ওঠা নামা করবে | জানা যাচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ জেলাতে হালকা কুয়াশা সম্ভাবনা রয়েছে | তবে ভোর এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হয়ে যাবে | রাজ্যজুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া |
দিন রাতের তাপমাত্রা বাড়লেও আগামী দুই দিনে বেশ খানিকটা বদলাবে আবহাওয়া | নিম্নমুখী থাকবে তাপমাত্রা | বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা | সকালে ঘন কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন