December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আকাশ পরিস্কার, দেখা মিলেছে রোদের

গত দুদিন বৃষ্টির পর সোমবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে রোদ | মাঘের শুরু থেকেই রোদ-বৃষ্টির এমন খেলায় নাজেহাল বঙ্গবাসী | শীতের মৌসুমে বারবার বৃষ্টি হওয়ার ফলে কমছে তাপমাত্রা | আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 94 শতাংশ |