December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আইনি জটিলতায় অনুব্রত মণ্ডল

এবার ফের বিপাকে অনুব্রত মণ্ডল | তার লাল বাতি লাগানো গাড়ি নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট | দায়ের করা হলো জনস্বার্থ মামলা | আগামী সপ্তাহেই মামলার শুনানি |

জানা গেছে বরাবরের মতই লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার করেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল | এমনকি যখন সিবিআই এর তলবে তিনি কলকাতায় এসেছিলেন, তখন তিনি লালবাতি গাড়িতে এসেছিলেন বলে জানা গিয়েছে | পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছিলেন একই গাড়ি ব্যবহার করে | সেই সময় থেকে শুরু হয়েছিল জল্পনা | আর সেই লালবাতির জন্য এবার আইনি জটিলতায় পড়তে হলো বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত অনুব্রত মণ্ডলকে |