ভালোবাসার অঙ্গীকার করে আংটি বদল সেরে ফেলেছেন পরিনীতি চোপড়া ও রাঘব চাড্ডা | মুম্বাইয়ে এক অভিজাত রেস্তোরায় নৈশ ভোজ সারতে গিয়েছিলেন রাঘব ও পরিনীতি | শোনা গেছিল রাঘব লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স পড়ার সময় থেকে নাকি দুজনের সখ্যতা | পরিণীতি ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন |
তবে একজন রাজনীতির সৈনিক অন্যজন বলিউডের সুন্দরী | কিভাবে শুরু হলো দুজনে প্রেমের কাহিনী | তা নিয়ে উঠে এসেছে অনেক প্রশ্ন | তবে জানা গিয়েছে দুজনের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এক সিনেমার সেটে | তাও আবার বছর খানিক আগে | শোনা যাচ্ছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘চমকিলা’ সিনেমার সেটে দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হয় | পাঞ্জাব শুটিং করেছিলেন পরিণীতি সেখানে রাঘব উপস্থিত ছিলেন | সেখান থেকে শুরু হয় তাদের প্রেমের পথ চলা |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান