অগাস্ট মাসে এতো গরম!পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে অগস্টে রাতে এত গরম দীর্ঘদিন পড়েনি কলকাতায়, এর কারণ দুর্বল বর্ষা। আবহবিদরা বলছেন, দেশের পাহাড়ি রাজ্য বাদে বাকি অংশের অবস্থা শোচনীয়। এমন শুকনো অগস্ট গত ১২৩ বছরে দেখেনি দেশ।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর রয়েছে এবং ঘূর্ণবাতের জন্য প্রচুর মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপর। এ ছাড়া আরেকটি সেল রয়েছে কলকাতার উপর যার ফলে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজ উপকূলের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ