ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। বুধবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, হিন্দু হস্টেলের সমস্যা সমাধানের দাবি নিয়ে কয়েক বছর ধরে আন্দোলন চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উপাচার্য কিছুক্ষনের জন্যে বাড়ি যেতে পারলেও পরে বিশ্ববিদ্যালয়ে আসতেই পুনরায় তাঁকে ঘেরাও করে বিক্ষোভকারী পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষ একাধিকবার দাবিপূরণের আশ্বাস দিলেও সমস্যা মেটেনি। তাই সমস্যার সমাধান না মেলা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুমকি দেয় তাঁরা। এমনকি বিছানা নিয়ে উপাচার্যর ঘরের সামনেই রাতে ঘুমোনোর ব্যবস্থাও করে তাঁরা। পড়ুয়াদের এই বিক্ষভের জেরেই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য অনুরাধা লোহিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।