অসুস্থ শাহরুখ খান | তার অসুস্থতার কথা নিজে টুইট করে সকলকে জানিয়েছেন শাহরুখ খান | জানা গিয়েছে, ইনফেকশন হয়েছে | তবে সংক্রমণ কাটাতে সাধারণ ডায়েট ফলো করছেন অভিনেতা | টুইট করে অভিনেতা জানিয়েছেন, “অল্পবিস্তার অসুস্থ তাই ভাত ডাল খেয়ে দিন কাটাচ্ছি” |
তার এই পোস্ট দেখে উদ্বিগ্ন অনুরাগীরা | কমেন্টে অনুরাগীরা লিখলেন, “সংক্রমণ হয়েছে দয়া করে যত্ন নিন” | অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা । প্রসঙ্গত টানা চার বছর বিরতি নেওয়ার পর নতুন বছরের মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’ । তার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী