অসুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক | এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে তাকে ভর্তি করা হয় | সূত্রের খবর, রক্তের শর্করার মাত্রা আচমকা বেড়ে যাওয়ায় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি | এরপরই তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে | নানা পরীক্ষা নিরীক্ষার পর রেশন দুর্নীতি মামলায় দ্রুত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি রাখা হয় |
প্রসঙ্গত, এর আগে প্রথমবার আদালতে পেশ করার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি | তখন তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | তবে চিকিৎসার সময় ইডি হেফাজতে ছিলেন | তিনি এরপর একাধিক বার নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন যদি প্রিয় মল্লিক |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী