September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অসুস্থ পরিচালক অনিক দত্ত

অসুস্থ পরিচালক অনিক দত্ত | মঙ্গলবার সিওপিডির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক | জানা গিয়েছে রুটিন চেকআপে চিকিৎসকের পরামর্শের মতোই চলতেন তিনি | কিন্তু ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত আইসিইউতে ভর্তি করা হয়েছে পরিচালককে | তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে |

রবিবার সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিক দত্ত | তার ছবি “অপরাজিত” বেশ কয়েকটি পুরস্কার পায় | সেখানে দেখা যায় যে বেশ অসুস্থ তিনি | তবে হাসপাতালে ভর্তি হতে চাননি | কিন্তু এরপর সোমবার শ্বাসকষ্ট বাড়লে মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে |