December 29, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অসুস্থ দেব

সিনেমা হলে রমরমা চলছে দেবে ব্যোমকেশ ও দুর্গ রহস্য | কিন্তু তারই মাঝে হঠাৎ সোশ্যাল মিডিয়ার অভিনেতা নিজেই জানান তার অসুস্থতার কথা | আর সেই হবে প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে ফ্যানেরা | ব্যোমকেশের সাফল্যের পর ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেবের আগামী ছবি প্রধানের শুটিং | তবে অভিনেতা জানিয়েছেন, শুটিংয়ের প্রথম দিনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি |

প্রসঙ্গে, কয়েকদিন আগেই সামনে এসেছে এই ছবি পোস্টার | সেখানে পুলিশের পোশাকে দেখা যায় | আর তার এক ঝলক সোশল মিডিয়ায় আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয় নেটিজেন দের মধ্যে | দীর্ঘ আট বছর পর পর্দায় ফিরছে দেব সোহম জুটি | এই ছবির জন্য অনেকটাই ওজন ছড়িয়েছেন সোহম |