December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অসুস্থ অনুব্রত মণ্ডল, ভর্তি এসএসকেএম হাসপাতালে

আজ সকাল 11 টায় নিজাম প্যা প্যালেসে সে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের | কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে উর্বান ওয়ার্ডে সাড়ে 12 নম্বর কেবিনে ভর্তি করা হয় অনুব্রত মণ্ডল কে | তারপর অবশ্য এখান থেকে সরানো হয়েছে তাকে | এখন অবস্থা স্থিতিশীল |

মঙ্গলবার রাত থেকে পেটের সমস্যায় ভুগছিলেন অনুব্রত মণ্ডল | সেই কারণে এদিন এসএসকেএম হাসপাতালে আসেন তিনি | আট সদস্যের মেডিকেল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাকে একাধিক শারীরিক পরীক্ষা করে | এরপর তাকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় | যতদিন না পর্যন্ত তিনি সুস্থ হচ্ছে ততদিন হাসপাতালে কাটাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা |