আজ সকাল 11 টায় নিজাম প্যা প্যালেসে সে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের | কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে উর্বান ওয়ার্ডে সাড়ে 12 নম্বর কেবিনে ভর্তি করা হয় অনুব্রত মণ্ডল কে | তারপর অবশ্য এখান থেকে সরানো হয়েছে তাকে | এখন অবস্থা স্থিতিশীল |
মঙ্গলবার রাত থেকে পেটের সমস্যায় ভুগছিলেন অনুব্রত মণ্ডল | সেই কারণে এদিন এসএসকেএম হাসপাতালে আসেন তিনি | আট সদস্যের মেডিকেল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাকে একাধিক শারীরিক পরীক্ষা করে | এরপর তাকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় | যতদিন না পর্যন্ত তিনি সুস্থ হচ্ছে ততদিন হাসপাতালে কাটাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির