![](https://tvbangla.co.in/wp-content/uploads/2021/07/IMG_20210711_214954-1024x569.jpg)
মালদা-গরিব, খেটেখাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়াল কিন্নরদের সংগঠন মালদা পরিচয় সোসাইটি। রবিবার মালদা শহরের কোঠাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় খাদ্য সামগ্রি বিলি করেন তাঁরা। সদস্যরা নিজেরা কিছু কিছু করে অর্থ সাহায্য করেন। সেই টাকায় তাঁরা দু:স্থদের জন্য খাদ্য সামগ্রী কেনেন। এদিন ৫ কেজি চাল, ২ কেজি আলু, ডাল, মাস্ক-সহ অন্যান্য সামগ্রী বিলি করা হয়। এই কিন্নরা কেউ কেউ বিয়ে বাড়িতে অনুষ্ঠান করে উপার্জন করে থাকেন, কেউবা ট্রেনে ভিক্ষে করে সংসার চালান। করোনা পরিস্থিতিতে গত বছর লকডাউন, এ বছর কড়া বিধিনিষেধে তাঁদের রোজগারে টান পড়েছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে দু:স্থদের অবস্থাও আরও দুর্বিসহ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ালেন কিন্নররা। সোসাইটির যুগ্ম সম্পাদক বিজলি দাস বলেন, ‘আমরা নিজেরা কিছু কিছু করে দিয়ে এই গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আমরা। এদিন আমরা 100 জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিই।’
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী