
অসহনীয় গরম থেকে সামান্য স্বস্তি। কলকাতায় নামল তাপমাত্রা | তবে দিঘাতে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ চলছে। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়াতেও এদিন তাপপ্রবাহ ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপপ্রবাহ ছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। ফলে আবার বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। ফলে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে |
বৈশাখের শুরু থেকেই হাই রান রেটে ব্যাটিং চালাচ্ছে গরম। একটু বেলা বাড়তেই ফাঁকা রাস্তাঘাট। যাঁরা রাস্তায় থাকছেন, নাজেহাল দশা তাঁদের। শুকিয়ে যাচ্ছে পুকুর, নালার জল। গলতে শুরু করেছে রাস্তার পিচ। হবে নাই বা কেন! গত পঞ্চাশ বছরে গরমের ইতিহাসে এই রকম টানা গরম আবহাওয়া দেখেননি কলকাতাবাসী |
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা