
অযোধ্যা জুড়ে চলছে রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি। আগামী বছরের শুরুতেই রয়েছে রাম মন্দিরের উদ্বোধন | জানা গিয়েছে, রামমন্দির উদ্বোধনের পাশাপাশি তিন ধাপে সাজিয়ে তোলা হবে অযোধ্যা স্টেশন। ইতিমধ্যেই প্রথম ধাপের কাজ শেষ হয়ে গিয়েছে। তার পরেই পালটে দেওয়া হচ্ছে স্টেশনের নাম। স্টেশনের নতুন নাম দেওয়া হবে ‘অযোধ্যা ধাম জংশন’ |
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের তরফেই নতুন নাম সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই সুপারিশে শিলমোহর দিয়েছে ভারতীয় রেল। আগামী ৩০ ডিসেম্বর নতুন নামের অযোধ্যা স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স