June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অমিতাভের জন্মদিনে কি বললেন আমির

স্বপ্ন আমাদের ভবিষ্যতের কথা জানান দেয়, এমনটা বিশ্বাস করেন অনেকেই। অমিতাভ বচ্চনের জন্মের সঙ্গেও যুক্ত রয়েছে এমনই এক স্বপ্নের কথা। যে স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতা হরিবংশ রাই বচ্চন। সেই রহস্য সম্প্রতি উদঘাটন করলেন আমির খান। অদ্ভুত লাগবে ঠিকই! স্বপ্ন বচ্চন পরিবারের, আমির কী ভাবে তা জানতে পারলেন? অনেকেই ভাববেন নিশ্চয়ই কোনও দিন অমিতাভর মুখ থেকেই গল্পটা শুনেছেন তিনি |

আসলে, সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির এক প্রোমোতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন আর আমির খানকে। আগামী ১১ অক্টোবরই অমিতাভর জন্মদিন। অমিতাভের ৮২তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সেই পর্বে বিশেষ অতিথির ভূমিকা গ্রহণ করতে চলেছেন আমির খান। সেখানেই আমির প্রশ্ন করে বসেছেন বিগ বি-কে- “যে দিন জন্ম নিয়েছিলেন, সেই দিনটার কথা আপনার মনে আছে”? অমিতাভ কিছুটা অবাক হয়ে, শূন্য দৃষ্টিতে তাকিয়েছেন। সেটাই স্বাভাবিক। জন্মের মুহূর্তের কথা আবার কার মনে থাকে! আমির এবার হরিবংশ রাই বচ্চনের আত্মজীবনীর একটা অংশ পড়তে শুরু করেন।