রাজ্যের বিভিন্ন মামলায় ইডির তদন্তের যে গতি, সেই গতি দেখে এদিন ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি | অভিষেকের রক্ষাকবচ মামলা ইডির তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট | অনুমানের উপর ভিত্তি করে তদন্ত করা যায় না, এমনটাই পর্যবেক্ষণ আদালতের |
আদালতের বক্তব্য, সাড়ে ৩০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির | কিন্তু তারা মানিক ভট্টাচার্যের কাছ থেকে মাত্র ২.৯ অর্থাৎ ৩ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে | যা সম্পূর্ণটাই অনুমানের উপর দাঁড়িয়ে | প্রসঙ্গত, আদালতে প্রতারিতদের তরফে আইনজীবী জানান, তদন্ত চলুক | সত্য সামনে উঠে আসুক । এখন ১৭ তারিখ মামলার পরবর্তী শুনানি | সেদিন ইডির দাবির পরিপ্রেক্ষিতে জবাব দেবেন অভিযোগ বন্দ্যোপাধ্যায় আইনজীবী |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী