
রাজ্যের বিভিন্ন মামলায় ইডির তদন্তের যে গতি, সেই গতি দেখে এদিন ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি | অভিষেকের রক্ষাকবচ মামলা ইডির তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট | অনুমানের উপর ভিত্তি করে তদন্ত করা যায় না, এমনটাই পর্যবেক্ষণ আদালতের |
আদালতের বক্তব্য, সাড়ে ৩০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির | কিন্তু তারা মানিক ভট্টাচার্যের কাছ থেকে মাত্র ২.৯ অর্থাৎ ৩ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে | যা সম্পূর্ণটাই অনুমানের উপর দাঁড়িয়ে | প্রসঙ্গত, আদালতে প্রতারিতদের তরফে আইনজীবী জানান, তদন্ত চলুক | সত্য সামনে উঠে আসুক । এখন ১৭ তারিখ মামলার পরবর্তী শুনানি | সেদিন ইডির দাবির পরিপ্রেক্ষিতে জবাব দেবেন অভিযোগ বন্দ্যোপাধ্যায় আইনজীবী |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়