
অভিষেকে ডাকে নিশীথ প্রামানি প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে সকাল থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে বিক্ষোভ চলছে ঘাসফুল শিবিরের | এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, “ভবিষ্যতে অভিষেকের বাড়ি ঘেরাও করা হতে পারে” | অবশ্য তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি কুনাল ঘোষ জানিয়েছেন, “ভুলেও বাড়াবাড়ি করলে স্বাস্থ্য সাথী কার্ডটা সাথে রাখবেন | আমরাই বিনামূল্যে চিকিৎসাটা করিয়ে দেব” ।
প্রসঙ্গত বিএসএফের গুলিতে কোচবিহারের রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল | এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির ঘেরাওয়ের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | সেই মতো রবিবার কোচবিহারের ভেটাগুড়ির চৌপট্টিতে অবস্থান মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন তারা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়