অভিনয়ের পাশাপাশি মা হয়েও মেয়ের প্রতি দায়িত্ব পালন করতে হচ্ছে অনুষ্কা শর্মাকে | মা হওয়ার পরই আর পাঁচ জনের মতন বেশ কিছুটা জীবনের পরিবর্তন ঘটেছে অনুষ্কার । আর সেই কারণে এবার তিনি অভিনয় নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন |
অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যে ভামিকা এখন বড় হচ্ছে | ওর পিছনে বেশিরভাগ সময়টা দিতে চান | তাই এখন আর আগের মতো ছবি করবেন না তিনি | খুব বেছে বেছে কম ছবিতে কাজ করবেন | বছরে মাত্র একটা করে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন | যা শুনে মন ভেঙ্গে গিয়েছে অনুরাগীদের |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী