গত বছর নভেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হন শুভশ্রী। রাজের ঘর আলো করে আসে কন্যা ইয়ালিনি। তবে মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই শুটিংয়ে ফিরেছেন। তাও আবার আউটডোরে গিয়েছিলেন উত্তরবঙ্গে। হাজার হলেও মায়ের মন। সন্তানদের ছেড়ে শুটিং করতে গিয়ে তিনি যে বেশ মিস করেছেন, ইনস্টা পোস্টে আগেভাগেই বলে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এখন কাজের ফাঁকে ছেলেমেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন শুভশ্রী ও রাজ।
কেমন দেখতে রাজ-শুভশ্রীকন্যা ইয়ালিনি কে, অনুরাগীদের মধ্য়ে আগ্রহ ছিল বহুদিন ধরেই। অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী। সোশাল মিডিয়ায় দিলেন মেয়ের ছবি। সম্প্রতি সেই ইয়ালিনিরই ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। তবে এবারও মুখ দেখালেন না। বরং প্রকাশ্যে এল ইয়ালিনির ঝুটির ছবি।
More Stories
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত
ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’