অফিস টাইমে ফের ট্রেন বিভ্রাট। এবার লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। তবে ট্রেনটি ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। যদিও ঘটনার জেরে হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সাতসকালে প্রবল সমস্যায় যাত্রীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ফাঁকা লোকাল ট্রেনটি। লিলুয়া স্টেশনের কাছে আচমকা ঘটে দুর্ঘটনা। ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু যে কোনও কারণেই হোক, ঘড়ির কাঁটায় সকাল ৭ টা বেজে ১০ মিনিট নাগাদ ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। স্বাভাবিকভাবেই ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পর পর স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল। অফিস টাইমে প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী