অপরাজিতা বিল পাস হবার পর উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটকও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিল পাসের পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এদিন নবান্নের বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিনের বৈঠকে অপরাজিতা বিলে যে আইনগুলির কথা বলা হয়েছে সেই আইনগুলিকে নিয়ে পুলিশের ইনভেস্টিগেশন অফিসারদের ট্রেনিং করাতে হবে। যত দ্রুত সম্ভব এই ট্রেনিং শুরু করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ দেন মমতা। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্দ্যেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিল কার্যকর কবে হবে তার অপেক্ষায় না থেকেই করানো-সহ সব প্রক্রিয়াগুলি শুরু করে দিতে হবে।
More Stories
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি
ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে