
দিল্লির রাইস এভিনিউ আদালতের রায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট | অর্থাৎ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে আপাতত দিল্লি নিয়ে যাবার তোড়জোড়ে ধাক্কা | আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানি । অতএব কিছুদিন স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল |
রাইস অভিনয় আদালতের নির্দেশের পরই দিল্লি হাইকোর্টের আবেদন করেন অনুব্রত আইনজীবী | তাতেই আপাতত স্বস্তি পেলেন অনুব্রত | প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ দিয়েছিল দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা