দিল্লির রাইস এভিনিউ আদালতের রায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট | অর্থাৎ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে আপাতত দিল্লি নিয়ে যাবার তোড়জোড়ে ধাক্কা | আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানি । অতএব কিছুদিন স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল |
রাইস অভিনয় আদালতের নির্দেশের পরই দিল্লি হাইকোর্টের আবেদন করেন অনুব্রত আইনজীবী | তাতেই আপাতত স্বস্তি পেলেন অনুব্রত | প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ দিয়েছিল দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী