অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ফুল অ্য়াটেন্ডেন্স। সলমন, রণবীর, সারা, অনন্যা, জাহ্নবী, মাধুরী, বলিউডের প্রায় সবাই হাজির ছিলেন এসব অনুষ্ঠানে। তবে দেখা মিলল না শাহরুখ ও তাঁর পরিবারের। যে শাহরুখ মুকেশ আম্বানির বাড়ির প্রায় সব অনুষ্ঠানেই হাজির থাকেন, সেই শাহরুখ হঠাৎ গায়েব কেন? তিনি কি ১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়েতেও আসবেন না!
খবর অনুযায়ী, এই মুহূর্তে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন শাহরুখ। মেয়ে সুহানাকে নিয়ে শপিং করার ভিডিও ভাইরাল হয়েছিল। তার কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল শাহরুখের লন্ডনের ক্রিকেট খেলার ভিডিও। তবে শোনা যাচ্ছে, কিছুদিনের ছুটি কাটিয়ে তবেই দেশে ফিরবেন বলিউড বাদশা। শুরু করবেন নতুন ছবির কাজ। ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়েতে আসবেন কিনা, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি