
বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝ আকাশে দেখা গিয়েছিল টর্চের আলোর মতো এক আলোক রশ্মি | যা দেখে স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছিল হাজার । তবে হাজারও প্রশ্নের মাঝে এবার পাওয়া গেল সঠিক তথ্য | জানা গিয়েছে, আগামীকাল উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অগ্নি ফাইভ এর সফল উৎক্ষেপণ করে | ৫৪০০ কিমি দূরে লক্ষ্যবস্তু আঘাত হানতে পারে এই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ব্যালেন্সটি ক্ষেপণাস্ত্র | এমনটাই জানা গেছে প্রতিরক্ষা মারফত সুত্রে |
উল্লেখ্য, ভারতীয় সেনার হাতে এই মিসাইল চলে আসায় চীন ও পাকিস্তান অনেকটাই উদ্বিগ্ন থাকবে বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা । কারণ পাঁচ হাজার কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে