December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অগ্নিপথ প্রকল্পের জেরে বাতিল বহু ট্রেন

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বন্ধ | বাতিল হয়েছে বহু ট্রেন | এখনো পর্যন্ত সারাদিনে ট্রেন বাতিল করা হয়েছে 348 প্যাসেঞ্জার ট্রেন | মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে তিনটি ট্রেন | 12 টি ট্রেনের সময়সূচী বদলে গিয়েছে | বাতিল করা হয়েছে 181 মেল ট্রেন |

তবে সোমবার কোন ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়নি | সময় পরিবর্তন হয়েছে বেশকিছু ট্রেনের | হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ছাড়বে 2টো বেজে 5 মিনিটে | হাওড়া ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস ছাড়বে দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে |