ফের অগ্নিকাণ্ড কলকাতা মেডিকেল কলেজে । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন | জানা গেছে, আগুন লাগে হেমাটোলজি বিভাগের | ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলে ছটি ইঞ্জিন | বর্তমানে আগুন নিয়ন্ত্রণ এসেছে |
জানা গিয়েছে, ঐদিন হঠাৎই এমসিএস বিল্ডিং এর দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন এক কর্মী | ওর পাশেই ছিল ল্যাবরেটরী | ওই বিভাগের ভিতরে এআরটি সেন্টার থেকে ধোঁয়া বেরোয় | তবে কি থেকে ধোঁয়া লেগেছে সে কারণে এখনও জানা যায়নি |

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা